বগুড়ার শিবগঞ্জে বানাইল বারোয়ারী শিব মন্দিরের কমিটি গঠন।
বগুড়ার শিবগঞ্জে বানাইল বারোয়ারী শিব মন্দিরের কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বাবু রাম নারায়ণ কানু এর সভাপতিত্বে মন্দির প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাস্টি এ্যাডঃ উজ্জল প্রসাদ কানু, বাবু দুলাল চন্দ্র অধিকারী, ডাঃ মোহন লাল কানু, আনন্দ চন্দ্র মোহন্ত, কৃষ্ণ গোপাল দাস, অখিল চন্দ্র সরকার, গনেশ প্রসাদ কানু, এ্যাডঃ সমর কুমার মোহন্ত, রমেশ প্রসাদ কানু, মৃনাল মোহন্ত, সুবির কুমার দত্ত, আশিষ কুমার রায়, শ্রী কৃষ্ণ মোহন্ত, রাজ কুমার কানু, ভজন, কুমার মোহন্ত, প্রদীপ নন্দী, রাজীব গুপ্ত, শুভ মোহন্ত, ডাঃ দেবাশিষ কুমার গুপ্ত ও বাবু লক্ষ্মী নারায়ন দাস (সংগ্রাম) প্রমুখ। সভায় সর্ব সম্মতি ক্রমে ডাঃ দেবাশিষ কুমার গুপ্ত কে সভাপতি ও বাবু লক্ষ্মী নারায়ন দাস (সংগ্রাম) কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠণ করা হয়।