বগুড়ার শিবগঞ্জে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে এক কৃষকের মৃত্যু
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে এক কৃষকের মৃত্যু , এলাকায় শোকের ছায়া। জানা যায় রবিবার সকালে শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গুপিনাথপুর নয়াপাড়া এলাকার কৃষক জহুরুল ইসলাম তার ধান ক্ষেতে সেচ দেযার জন্য মাঠে যান। মাঠের মধ্যে সেচ পাম্রে বিদ্যুৎ এর তাড়ের সাথে বিদ্যুৎ পৃষ্ট হয়ে তিনি ঘটনাস্থলে মারা যান। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত কৃষক কিচক ইউনিয়নের গুপিনাথপুর নয়াপাড়া গ্রামের গোলামদ্দিন মোল্লার ছেলে জহুরুল ইসলাম । কিচক ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান চৌধুরী মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।