বগুড়ার শিবগঞ্জে যাতায়াতের রাস্তা কেটে দখলের অভিযোগ
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জের পল্লীতে ৩০ বছরের যাতায়াতের পুরাতন রাস্তা কেটে জোরপূর্বক দখল করায় জন দূর্ভোগ এর সৃষ্টি হয়েছে। এ ঘটনায় পতিকার চেয়ে থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
থানার অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার শিবগঞ্জ ইউনিয়নের গুজিয়া মেদেনীপাড়া গ্রামের বাসিন্দা মৃত: বাদুল্লা মন্ডল এর ছেলে কৃষক আব্দুল ছাত্তারের বসত বাড়ীর ৪২ শতক জমির পাশ দিয়ে নিজ পৈত্রিক ও কেনা বসত বাড়ীর জায়গা সংলগ্ন রাস্তা দিয়ে তিনি সহ স্থানীয় এলাকাবাসী গত ৩০ বছর যাবৎ যাতায়াত করে আসছে। হঠাৎ করে গত বৃহস্পতিবার একই গ্রামের সালজার রহমান, সামছুল ইসলাম কিছু লোকজন নিয়ে এসে জোরপূর্বক রাস্তার মাটি কেটে গর্ত করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। ওই সময় প্রতিপক্ষরা রাস্তার দুই পাশের ৫টি সুপারি গাছ কর্তন করে। এমনকি এই রাস্তাটি যাতে দ্রুত নষ্ট হয় সে জন্য রাস্তা পার্শ্বে গভীর করে পুকুর খনন করে। উক্ত বিষয়টি নিয়ে গ্রামবাসি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান কয়েক দফা আপোষ মিমাংশা করার চেষ্টা করে ব্যর্থ হয়। এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।