বগুড়ার শিবগঞ্জে ৮ম দাদু দিবস পালন
কামরুল হাসান শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে ৮ম দাদু দিবস পালন করা হয়েছে।
বুধবার বিকেলে উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের দাড়িদহ উ”চ বিদ্যালয় মাঠে মোফাজ্জল হোসেন (দাদুর) সভাপতিত্বে এ উপলক্ষে এক র্যালি সকুলের মাঠ থেকে বের হয়ে বন্দরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে আবার স্কুল মাঠে এসে শেষ হয়। এসময় উপ¯ি’ত ছিলেন, দাদু সংগঠনের প্রতিষ্ঠাতা সাবেক ইউনিয়ন চেয়ারম্যান মাহবুব আলম মানিক, সভাপতি আবু জাফর মন্ডল,সহ-সভাপতি নাহিদ হাসান,সাধারন সম্পাদক আব্দুল কাদের, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলামসহ এলাকার বিভিন্ন দাদুরা র্যালিতে অংশ গ্রগণ করে। দিবসটি ছিল ভিন্ন ধারার।