বগুড়ার শিবগঞ্জ পউস এর উদ্যোগে টিউবওয়েল,সেলাইমেশিনও ছাগল বিতরণ
শিবগঞ্জ ( বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে গুজিয়া পউস এর উদ্যোগে সমাজে পিছিয়েপড়া অসহায়,অতিদরিদ্র ও সংস্থার উপকারভোগী সদস্যদের মাঝে বিনামূল্যে টিউবওয়েল,স্যানিটেশন সামগ্রী, সেলায়মেশিন,ছাগী-ছাগল, হুইলচেয়ার ও কম্বল বিতরণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে গুজিয়া স্কুল মাঠে পউস এর নির্বাহী পরিচালক বুলবুল আহম্মেদ বুলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজিজুল হক। সমাজসেবা অফিসার সামিউল ইসলাম,যুব উন্নায়ন অফিসার গোলাম রব্বানী,সমবায় অফিসার রাজিয়া সুলতানা,ইউনিয়ন চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ সাবু,শিবগঞ্জ পৌরসভা মহিলা কাউন্সিলর রেহেনা বেগম,গুজিয়া পউস এর সভাপতি আবু বক্কর সিদ্দিক,শিবগঞ্জ উপজেলা আওয়ামীলীগ নির্বাহী সদস্য আবু জজাফর মন্ডল, ইউনিয়ন আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি মুন্নু, সাধারণ সম্পাদক বেনজির,শিবগঞ্জ ইউনিয়ন জাতীয় পার্টি সদস্য সচিব শাহিনুর ইসলাম