Ultimate magazine theme for WordPress.

বগুড়ার সদরের রামশহর পশ্চিম পাড়ার সমাজ সেবক ফজলুর রহমান বুলু মিয়ার ইন্তেকাল!

188

 

এস আই সুমনঃ স্টাফ রিপোটারঃ বগুড়া সদরের গোকুল ইউনিয়নের রামশহর পশ্চিম পাড়ার সমাজ সেবক ও প্রবীন ব্যক্তি বগুড়া বিআরটিসি মার্কেট এর ম্যানেজার লতিফুল বারী আলমগীর হোসেন এর পিতা ও স্বেচ্ছাসেবী টিএমএসএস সাদিক ইলেকট্রনিক্স এর প্রোঃ মেহেদী হাসান আদম এর নানা ফজলুর রহমান বুলু মিয়া (৮৫) বার্ধক্য জনিত কারনে অদ্যই বৃহস্পতিবার পোনে ১ টার সময় নিজ বাসভবনে ইন্তেকাল করিয়াছেন।
(ইন্না নিল্লাহী ওয়া ইন্না ইলাহী রাজেউন) মৃত্যকালে তিনি ৩ছেলে, ৪ মেয়ে নাতী,নাতনী সহ অসংখ্য আত্নীয় স্বজন রেখে গেছেন। অদ্যই বাদ আছর বেহুলা বাসরঘর (মেড়) তাবু জামে মসজিদ প্রাঙ্গনে তাহার জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাযার নামাজে মরহুমের আত্নীয় স্বজন সহ বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ ও মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.