বগুড়ার শিবগঞ্জে নাশকতা মামলায় বিএনপির ১১নেতাকর্মীর হাইকোর্ট থেকে আগাম জামিন।
বগুড়ার শিবগঞ্জ থানায় দায়ের করা নাশকতা মামলায় অবশেষে বিএনপির ১১নেতা মহামান্য হাইকোর্ট থেকে আগাম জামিন লাভ করেছে। আজ রোববার সকালে তাদের জামিন আবেদনের শুনানীতে অংশ গ্রহন করেন মহামান্য সুপ্রিমকোর্ট বারের ৪বারের নির্বাচিত সাধারণ সম্পাদক ও বিএনপির যুগ্ন মহাসচিব ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন। এসময় তাকে সহায়তা করেন (প্রচেষ্টায়) সুপ্রিমকোর্ট বারের সম্মানিত সদস্য ও ৩৭ বগুড়া ০২ শিবগঞ্জ আসনের বিএনপি দলীয় পরপর ২বারের নির্বাচিত সাবেক জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ একেএম হাফিজুর রহমান ও এ্যাডঃ ইলিয়াছ আলী। জামিন প্রাপ্তরা হলেন, শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়ন বিএনপির প্রবীন নেতা মোঃ সিরাজুল ইসলাম(৬৫), কিচক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আফসার আলী(৬০), রানা প্রাং, জিন্না মিয়া, কিচকের সাবেক মেম্বার আব্দুল কুদ্দুস, কিচকের বিএনপি নেতা আব্দুল বাছেদ কালা, মোঃ নুরুল ইসলাম, মোঃ আনিছুর রহমান, আলহাজ মমতাজ উদ্দিন, মোঃ আলমগীর হোসেন ও যুবদল নেতা মোঃ সাকিল ইসলাম।
জানা যায়, গত ৪আগস্ট রাতে বিএনপির ৮নেতাকে পুলিশ গ্রেফতার করে এবং পরদিন আটক কৃতসহ ২২জনের নামে ও ২০/২৪জনের বেনামে শিবগঞ্জ থানায় নাশকতা মামলা দায়ের করা হয়। তাদের মধ্যে এপর্যন্ত ১১জনের জামিন পেয়েছে বলে দলীয় সুত্রে জানা যায়।
এদিকে মামলার পর থেকে বিএনপি দলীয় কার্যক্রম অনেকটায় স্থবির হয়ে পরেছে।