Ultimate magazine theme for WordPress.

বগুড়ায় আন্তঃজেলা চোর চক্রের ৮ জন সদস্য আটক

277
বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া সদর থানার একটি চৌকস টিম পুলিশ সুপার জনাব মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম বার স্যার এঁর নির্দেশনায় ইন্সপেক্টর (অপারেশন্স) হাসান আলী এর নেতৃত্বে গত তিন দিন ধরে বগুড়া, দিনাজপুর এবং রংপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তজেলা ইজিবাইক, সিএনজি, মোটরসাইকেল চোর চক্রের ১১ জনকে আটক করেছে।
আটককৃত ব্যক্তিরা হলো ১. নান্নু(৩৭) ২. সেলিনা (৩২) উভয় সাং দক্ষিণ আটকরিয়া, থানা সোনাতলা ৩. হামিদ(৪৫) সাং চাঁদমুহা হরিপুর ৪. শফিকুল(৪৯) সাং আটাপাড়া উভয় থানা সদর, ৫. শাহাদত (৩৯) সাং চাকলা থানা গাবতলী, ৬. হান্নান(৪৬) সাং শিকড়(মধ্যপাড়া) থানা কাহালু সর্বজেলা বগুড়া, ৭. কবির(৩১) ৮. সাখাওয়াত হোসেন (৩৭) উভয় সাং দামোদরপুর, থানা ঘোড়াঘাট ৯. বাবু(৩৩) সাং হরিপুর থানা নবাবগঞ্জ সর্ব জেলা দিনাজপুর ১০. আনারুল(৪২) সাং হেলেঞ্চা থানা মিঠাপুকুর ১১. তসলিম (৩৫) সাং ধরলাকান্দি থানা পীরগঞ্জ উভয় জেলা রংপুর।
আটক ব্যক্তিদের কাছ থেকে ৪টি ব্যাটারি চালিত ইজিবাইক এবং দুইটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা অভিনব কায়দায় চালকদের বোকা বানিয়ে ইজিবাইক চুরি করতো।

 

Leave A Reply

Your email address will not be published.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com