বগুড়ায় আন্ত:জেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়ন ১২ তম সাধারণ সভা
আন্ত:জেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়ন বগুড়ার ১২ তম সাধারণ সভা রবিবার বেলা ১২ টায় চারমাথা ভবের বাজার কেন্দ্রিয় ট্রাক টার্মিনালে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি আব্দুল মান্নান মন্ডলের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের বিভাগীয় আঞ্চলিক কমিটির সভাপতি আব্দুল লতিফ মন্ডল, জেলা মোটর মালিক গ্রুপের সভাপতি আখতারুজ্জামান ডিউক, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আব্দুল মান্নান আকন্দ, সাধারণ সম্পাদক আব্দুল মতিন সরকার, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সা: সম্পাদক সামছুদ্দিন শেখ হেলাল, পিকআপ মালিক সমিতির মোশারফ হোসেন বুলবুল, সিএনজি মালিক সমিতির খোরশেদ আলম, সাধারণ সম্পাদক এরশাদ শেখ। শ্রমিকনেতা রাসেল মন্ডলের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন আন্ত:জেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক খলিলুর রহমান। এতে ৫ সহস্রাধিক শ্রমিক অংশগ্রহন করেন। সভায় বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি পূর্ন সমর্থন ব্যক্ত করেন শ্রমিকগণ।