বগুড়ায় আবাসিক হোটেলে পুলিশের অভিযানে ১৮ যৌনকর্মী গ্রেফতার
বগুড়া ফুলবাড়ী পুলিশ ফাঁড়ী ও উপশহর পুলিশ ফাঁড়ীর যৌথ অভিযান ০৩টি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে মোট ১৮ জন নারী ও পুরুষকে আটক করেন। পুলিশের এক তথ্যথেকে জানা যায় যে, অতি সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর শিথিলতার কারণে শহরের বিভিন্ন স্থানে আবাসিক হোটেল গুলোতে সোসাইটি গার্ল সহ যৌন কর্মীদের তৎপরতা ও অসামাজিক কার্যকলাপ আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে। এমনি এক প্রাপ্ত তথ্যর ভিত্তিতে ১১ সেপ্টেম্বর রাত্রী অনুমান ১ ঘটিকার সময় বগুড়া সদর থানাধীন ঝোপগাড়ী এলাকার “ব্লু-বেরী আবাসিক হোটেল”, “হোটেল চারমাথা আবাসিক হোটেল” এবং বারপুর মৌজায় সুবীল খালের পার্শ্বে অবস্থিত “ড্রীম প্যালেস আবাসিক হোটেলে” কতিপয় ছেলে মেয়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হইয়াছে। উক্ত সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী পুলিশ ফাঁড়ী ও উপশহর পুলিশ ফাঁড়ীর পুলিশ সদস্যগণ হোটেলগুলোতে অভিযান চালিয়ে খদ্দের ও যৌনকর্মীসহ মোট ১৮ জনকে গ্রেফতার করিয়া আজ বুধবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করেন। উল্লেখ্য অতি সম্প্রতিকালে বগুড়া শহরের একাধিক নামধারী আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের পরিধি বৃদ্ধি পেয়েছে। সে সব আবাসিক হোটেলের মালিক পক্ষ বিভিন্ন স্থান থেকে মেয়েদের নিয়ে এসে অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে
Chat Conversation End