বগুড়ায় এক উপজেলা থেকে অন্য উপজেলায় যাতায়াতে নিষেধাজ্ঞা
বগুড়ায় এক উপজেলা থেকে অন্য উপজেলায় যাতায়াতের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন জেলা প্রশাসক।
করোনার কারনে এর আগে বগুড়াকে লকডাউন ঘোষনা করা হয়। এক জেলা থেকে অন্য জেলায় যাতায়াতের উপর নিষেধাজ্ঞা জারি করে।
বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহম্মেদ আজ শনিবার জেলা প্রশাসনের ফেসবুক আইডিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেন।
স্বরাষ্ট্র মন্ত্রনালয় জননিরাপত্তা বিভাগ রাজনৈতিক অধিশাখা-২ এর সূত্র দিয়ে চিঠিতে বলা হয়, কোভিট-১৯ করোনা পরিস্থিতিতে বগুড়ায় এক উপজেলা থেকে অন্য উপজেলায় চলাচল করতে পারবেনা। ওই চিঠিতে তিনি আরো লেখেন, ঈদের ছুটিতে সকলকেই নিজ নিজ এলাকা, কর্মস্থলে থাকতে হবে। আন্তঃ জেলা, উপজেলা, বাড়িতে যাওয়া থেকে নিজেকে নিবৃত্ত করতে হবে। প্রতিটি শপিং মলে প্রবেশের ক্ষেত্রে হ্যান্ড সেনেটাইজার ব্যবহার, স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। মাস্ক পরিধান ব্যতিত কোন ক্রেতা দোকানে প্রবেশ করতে পারবেনা। সকল বিক্রেতা/কর্মচারিকে মাস্ক ব্যবহার করতে হবে। বিজ্ঞপ্তিতে আরো কিছু নির্দেশনা দেয়া রয়েছে।