বগুড়ায় কবি কাজী নজরুল ইসলাম’র ১১৯ তম জন্মবার্ষিকী উদ্যাপন
বগুড়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এঁর ১১৯ তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে সঙ্গীত, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও পুরস্কার বিকরন অনুষ্ঠিত হয়। জেলা কালচারাল অফিসার মোঃ শাহাদৎ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল মালেক । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাগেবুল হাসান রিপু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, বগুড়া পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর কবিরাজ তরুণ কুমার চক্রবর্ত্তী, বগুড়া ইয়ূথ কয়্যার সভাপতি আতিকুর রহমান মিঠু, চর্চা সাংস্কৃতিক একাডেমির, পরিচালক আব্দুল আউয়াল। জেলা শিল্পকলা একাডেমির বিভিন্ন বিভাগের প্রশিক্ষকবৃন্দ অফিসের কর্মচারীবৃন্দ, প্রশিক্ষণার্থী, অবিভাবক মন্ডলী সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ব্যাক্তিবর্গ, সাংবাদিক সহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।