Ultimate magazine theme for WordPress.

বগুড়ায় করোনায় আক্রান্ত ১৫৯ জন

219

 

স্টাফ রিপোর্ট ঃ  বগুড়ার সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার কার্যালয়ের ডা. ইফতেখার হায়দার খান জানান, সদরে নতুন করে করোনায় আক্রান্ত ১৫৯ জনের এলাকা ভিত্তিক তথ্য জানানো হয়েছে। করোনায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সেউজগাড়ী একজন, ফুলতলা একজন, লতিফপুর ৪, আশকোলা একজন, বারোপুর ৩, কৈপাড়া একজন, সাবগ্রাম ২, সূত্রাপুর ৩, বৃন্দাবনপাড়া একজন, উপশহর ৩, জহুরুলনগর একজন, রহমাননগর ২, বাদুরতলা ২, নারুলী একজন, মালতীনগর ২, পুরাণ বগুড়া ২, চারমাথা একজন, কৈচর একজন, ফাপোড় একজন, মালগ্রাম একজন, ফুলদিঘী একজন, শাকপালা একজন, নিশিন্দারা একজন, কৈগাড়ী একজন, সুলতানগঞ্জপাড়া একজন, তিনমাথা একজন, নামাজগড় ৯, চকফরিদ ৩, পুলিশ লাইন্স একজন, জলেশ্বরীতলা ২, মাটিডালী একজন, বেতগাড়ী একজন, আকাশতারা একজন, ঠনঠনিয়া একজন, বিসিক একজন, গোদারপাড়া একজন, ফুলবাড়ি একজন, বড় কুমিড়া একজন, কলোনী একজন, চকসূত্রাপুর একজন, কালিতলা একজন, টিএমএসএস এলাকা ৩, শজিমেক ৭ এবং মো.আলী ১৩জন নতুন আক্রান্তের তালিকায় রয়েছে।এছাড়া শুধু সদর ঠিকানা দেয়া ১০জন, অন্য জেলার ৩জন, অন্য উপজেলার ৮জন, মোবাইল নম্বর নেই ৪৮জন, ফোন ধরেনি ৪জন এবং একজনের মোবাইল নম্বর বন্ধ পাওয়া গেছে।

Leave A Reply

Your email address will not be published.