Ultimate magazine theme for WordPress.

বগুড়ায় করোনা জয়ী ৫ পুলিশ সদস্যকে ফুল দিয়ে বরন করলেন সদর ওসি হুমায়ুন কবির!

240

 

স্টাফ রিপোর্টার মোঃ মাহিদুল হাসান (মাহি) গতকাল বুধবার বগুড়া সদর থানা সহ ৩টি ফাঁড়ীর মোট ৫ জন পুলিশ সদস্য করোনা (কোভিড-১৯) ভাইরাসের সাথে যুদ্ধ করে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। করোনা জয়ী এই ৫জন পুলিশ সদস্য সুস্থ হয়ে স্বাভাবিক ও কর্ম জীবনে ফিরে আসায়, বগুড়া সদর থানার নবাগত অফিসার ইনচার্জ ওসি জনাব হুমায়ুন কবির আজ বুধবার রাত ১০ঘটিকায় থানা ভবনে তাদের কে ফুল দিয়ে বরন করে নেন।

করোনাজয়ী পুলিশ সদস্যরা হলেন, কনস্টেবল  সফি উদ্দীন, কনস্টেবল  আব্দুল বাতেন, কনস্টেবল মিজানুর রহমান, কনস্টেবল  শাহিনুর রহমান, কনস্টেবল  জাবেদ আলী।

এসময় আরও উপস্থিত ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ হুমায়ুন কবির করোনা যুদ্ধে জয়ী পুলিশ সদস্য ও অন্যন্যা সদস্যদের উদ্দেশ্যে বলেন, এই যুদ্ধই শেষ না, দেশ ও জাতীর কল্যাণে এ যুদ্ধ আরো দীর্ঘ সময় চালিয়ে যেতে হবে, এবং সততা ও নিষ্ঠার সাথে নিজের উপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, বগুড়া সদর থানার তদন্ত ওসি, জনাব মোঃ রেজাউল করিম রেজা,
জনাব মোঃ হাসান আলী (ওসি অপারেশন) সহ প্রমূখ।

Leave A Reply

Your email address will not be published.