Ultimate magazine theme for WordPress.

বগুড়ায় করোনা শনাক্ত হয়েছে ৪৫ জন

269

 

স্টাফ রিপোর্ট ঃ বগুড়ায় শনাক্ত করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে সুস্থতার হার দিনদিন বাড়ছে। পাশাপাশি কমছে শনাক্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় বগুড়ায় সুস্থ হয়েছেন ৭১ জন এবং শনাক্ত হয়েছেন ৪৫ জন। এসময়ের মধ্যে জেলায় এ রোগে কারো মৃত্যু হয়নি।গতকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেন বগুড়ার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শমিজেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ২৪ ঘণ্টায় জেলার মোট ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ২০ জনের কোভিড-১৯ পজিটিভ আসে।বেসরকারি টিএমএসএস মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে ৬৬টি নমুনার মধ্যে ২৫ জনসহ মোট ৪৫ জনের পজিটিভ এসেছে। এ নিয়ে বগুড়ায় শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা মোট ৩ হাজার ৯২৩। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ১৫ জন এবং মারা গেছেন ৭৩ জন।নতুন করে আক্রান্ত ৪৫ জনের মধ্যে সদর উপজেলার ৩৮ জন। এছাড়া কাহালুর দু’জন, শাজাহানপুরের একজন, শেরপুরের একজন, গাবতলীর একজন, আদমদীঘির একজন এবং দুপচাঁচিয়ার একজন।ডা. মোস্তাফিজুর রহমান তুহিন জানান, নতুন শনাক্তদের নিজ নিজ বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হবে। তবে কারো অবস্থা জটিল মনে হলে তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে স্থানান্তর করা হবে।

Leave A Reply

Your email address will not be published.

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com