বগুড়ায় জেলা গোয়েন্দা পুলিশের মাদকবিরোধী অভিযানে বগুড়া সদরের মাটিডালি বিমান মোড় এলাকায় ভুট্টা বোঝাই ট্রাকে তল্লাশি চালিয়ে গত শুক্রবার দুপুরে ৮০০ বোতল ফেন্সিডিল সহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
বগুড়া জেলা গোয়েন্দা শাখার এস.আই ফয়সাল হোসেন এর নেতৃত্বে এস. আই নাসিম উদ্দিন, এএসআই মোহাম্মদ মামুনুর রশিদ, এএসআই মো: কামাল হোসেন সহ সঙ্গীয় ফোর্সসহ বগুড়াতে চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে মাটিডালিতে অবস্থানরত থাকা অবস্থায় দিনাজপুর হতে আসা ঢাকাগামী ট্রাক থেকে এই ফেন্সিডিল উদ্ধার করা হয়। এজাহারে গ্রেফতারকৃত ১ নং আসামী হলো পটুয়াখালি সদরের বদরপুর এলাকার মৃত মিনহাজ হাওলাদারের ছেলে আমির হাওলাদার (৫০) এবং ২ নং আসামী হলো গাইবান্ধার সুন্দরগঞ্জ থানার কলিমউদ্দিনের ছেলে মো: নুরন্নবী (২৬)। উল্লেখ্য, গ্রেফতারকৃত আমির তেজগাঁও থানার মাদক-মামলার এজাহারভুক্ত দাগী আসামী। ঐ অভিযানে থাকা বগুড়া জেলা গোয়েন্দা শাখার এস.আই ফয়সাল হোসেন এবং এস.আই মোহাম্মদ নাসিম উদ্দিন জানান, শহরের মাটিডালিতে গোপন সংবাদের ভিত্তিতে অবস্থান নিয়ে ভুট্টাবোঝাই ট্রাকে যার নম্বর ঢাকা মেট্রো-ট- ১৩-৬৫৮১ তে অভিযান চালিয়ে ৪ টি প্লাস্টিকের বস্তায় কৌশলে লুকানো উক্ত ৮০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে ইতিমধ্যে বগুড়া সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) এর টেবিলের ১৪ (গ) ধারায় মামলা ঋজু করা হয়েছে। মাদকবিরোধী অভিযান প্রসঙ্গে জেলা গোয়েন্দা শাখার ওসি নূরে আলম সিদ্দিকী বিপিএম জানান, শতভাগ মাদক নির্মূল না হওয়া পর্যন্ত মাদকবিরোধী অভিযান চলমান থাকবে। মাদকের সাথে সম্পৃক্ত বগুড়া জেলা পুলিশ পরিবার কাউকে ছাড় দেবেনা বলেও হুশিয়ারি দেন তিনি।