বগুড়ায় চাচা আব্দুর রাজ্জাককে (৬৪) গুলি করে ও কুপিয়ে হত্যার সঙ্গে জড়িত ভাতিজা ওমর খৈয়াম রোপনসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় একটি বিদেশি পিস্তল ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
আজ বুধবার দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা।
গ্রেফতারকৃতরা হলো: নিহত আব্দুর রাজ্জাকের ভাতিজা ওমর খৈয়াম রোপন (৫১), রোপনের গাড়ি চালক হেফজুল ওরফে জনি (২৭), আল আমিন (২১), লিমন শেখ (২৪), সীমান্ত (২০)। গ্রেফতারকৃতদের মধ্যে জনি ও আল আমিন গুলিবিদ্ধ অবস্থায় পুলিশ হেফাজতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
থানা সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে হত্যাকাণ্ডের পরপর বিভিন্ন পয়েন্টে পুলিশ চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে। পরে সন্দেহভাজন গাড়ি সমূহে তল্লাশি চালায়। অবশেষে প্রাইভেটকার যোগে দুই সহযোগী নিয়ে পালিয়ে যাচ্ছিলেন রোপন। পরে পুলিশ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত রোপন পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার নামে ৩টি হত্যাসহ ৬টি মামলা রয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে বগুড়া সদরের মহিষবাথান বন্দরে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয় ধর্নাঢ্য ব্যবসায়ী আব্দুর রাজ্জাক সরকারকে।