বগুড়ায় ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ১৫
-
বগুড়ায় লবণবাহী ট্রাক ও যাত্রীবাহীবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনা ঘটেছে। এঘটনায় নিহত হয়েছে ৪, আহত হয়েছে কমপক্ষে ১৫ জন। আজ বুধবার (২৫ মার্চ) বেলা পৌনে ১২ টায় বগুড়া-ঢাকা- মহাসড়কের শেরপুর উপজেলার ঘোগা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বগুড়া গামী একটি লবণবাহী ট্রাক (ঢাকা মেট্রো ট-১৩-১৬৬৮) সাথে বগুড়া থেকে সিরাজগঞ্জ গামী লাব্বিক পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লবণ বোঝাই ট্রাক উল্টে ঘটনাস্থলেই ট্রাকের ওটর থাকা ৪ জন যাত্রী নিহত হয়। আহত হয় বাসের ১৫ জন যাত্রী। খবর পেয়ে তাৎক্ষণিক শেরপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স কর্মী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠায়।
হতাহতদের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ ও ফায়ার সার্ভিস।শেরপুর ফায়ার সার্ভিসে স্টেশন অফিসার রতন ইসলাম জানান, নিহত ৪জনই পুরুষ। তারা লবণ বোঝাই ট্রাকের যাত্রী। এ দুর্ঘটনায় ট্রাকের নিচে আরও মৃতদেহ আছে কিনা এজন্য উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।