বগুড়ায় দিনব্যাপি ফ্রি চক্ষু শিবির ক্যাম্পের উদ্বোধন
বগুড়ায় দিনব্যাপি ফ্রি চক্ষু শিবির ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে শহরের মগলেশপুর প্রত্যাশা কিন্ডার গার্টেন স্কুলে আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন রাজশাহী বিভাগীয় স্পেশাল জোনাল কমিটির উদ্যোগে এ ক্যাম্পের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মোছাঃ স্বপ্না চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত থেকে উদ্বোধন করেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মোঃ মাসুদ আলী। সংগঠনের সাধারন সম্পাদক মোঃ আনিছুর রহমান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপ¯ি’ত ছিলেন বগুড়া সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ডালিয়া নাসরিন রিক্তা, প্রত্যাশা কিন্ডার গার্টেন স্কুলের পরিচালক পার্থ প্রতিম মহন্ত, গাক চক্ষু হাসপাতালের ম্যানেজার সৈয়দ আবু ইউসুফ, সংগঠনের মহিলা বিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেছা, আফরোজা বেগম, যুগ্ম সাধারন সম্পাদক পাপ্পি সহ প্রমূখ। এ ক্যাম্পের মাধ্যমে প্রায় ৩ শতাধিক রোগীদের মাঝে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়।