বগুড়ায় পিইসি, জেইসি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
বগুড়ায় পিইসি, জেইসি, ও তৃতীয় শ্রেণীতে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে বগুড়া ইউনিক সাংস্কৃতিক সংঘের উদ্যোগে শহরের জেলা স্কুল মাঠে আমিনুল হক দুলাল অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি ও কালের কন্ঠ শুভ সংঘের প্রধান উপদেষ্টা আব্দুল মান্নান আকন্দ। ইউনিক পাবলিক স্কুলের চেয়ারম্যান মোঃ তনছের আলী প্রাং এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া পৌরসভার ৭নং ওয়ার্ডের কমিশনার দোলোয়ার হোসেন পশারী (হিরু), সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না, বিশিষ্ট ব্যবসায়ী আহসান হাবিব সোহেল, জেলা শ্রমিকলীগের যুগ্ম সাঃ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন মিলু, নাহারুল ইসলাম, জাতীয় শ্রমিকলীগ-যুব কমিটি জেলা শাখার সভাপতি রাকিব উদ্দিন প্রাং সিজার সহকারি শিক্ষক সাঈদ যুবায়ের পিনু এবং নাহিদ এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিক পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মানিক রতন, সহকারি প্রধান শিক্ষক আব্দুল বারী প্রধান, মনোয়ার হোসেন সাজু সহ শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।