বগুড়ায় মাদক উদ্ধারে হাইওয়ে পুলিশও তৎপর, ফেন্সিডিলসহ আটক ১
এম নজরুল ইসলাম, বগুড়া করেসপন্ডেন্ট:
বগুড়া-নাটোর মহাসড়ক ও বগুড়া-ঢাকা মহাসড়কের হাইওয়ে পুলিশের তৎপরতা বেড়েছে। মামলা আতঙ্কে দিশেহারা হয়ে পড়েছে যানবাহনের চালকরা। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত ও যানজট নিরসনে মহাসড়কে টহল জোরদার করার পাশাপাশি মাদক বিরোধী অভিযানে সফলতা এসেছে বগুড়ার কুন্দারহাট হাইওয়ে পুলিশের।
বুধবার (৮ আগস্ট) দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে বগুড়ার শেরপুর উপজেলার গাড়ই বাসষ্ট্যান্ডে বগুড়া-ঢাকা মহাসড়কে চেকপোষ্ট বসিয়ে একটি বাসে তল্লাশি চালিয়ে ৬৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা সহ রানা বাবু (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে হাইওয়ে পুলিশ। সে নওগাঁ জেলার সাপাহার থানার কুচিন্দা চকপাড়ার সোলাইমান আলীর ছেলে।
কুন্দারহাট হাইওয়ে পুলিশের ইনচার্জ কাজল কুমার নন্দী এ তথ্য নিশ্চিত করে সময়ের কন্ঠস্বরকে বলেন, মাদক বিরোধী অভিযানে বাসে তল্লাশি চালিয়ে ফেন্সিডিল সহ একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের বিরুদ্ধে শেরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মহাসড়কে হাইওয়ে পুলিশের সদস্যরা সক্রিয় এবং সজাগ রয়েছে।