Ultimate magazine theme for WordPress.

বগুড়ায় শুক্রবারের ঘোষণায় করোনায় শনাক্ত ৮৬ জন

349

 

কনক দেব স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় আজ ২৬ জুন শুক্রবারের ঘোষণায় ৩৩৫ নমুনা পরীক্ষার ফলাফলে নতুন করে ৮৬ জন শনাক্ত হয়েছেন। এদের মধ্যে ৬১ জন পুরুষ, ২০ জন নারী ও শিশু ৫ জন।

বগুড়ার উপজেলা ভিত্তিক পরিসংখ্যানে জেলা সদরে নতুন করে করোনায় শনাক্ত ৫৪, শেরপুর ১০, গাবতলী ৫, সারিয়াকান্দি ৪, ধুনট ৪, শাজাহানপুর ৩, শিবগঞ্জ ৩, কাহালু ২ ও দুপচাচিয়ায় ১ জন।

এ শনাক্তের মধ্যে শজিমেক’র ১৮৮ পরীক্ষার ফলাফলে ৩৫ জন এবং টিএমএসএস’র ১৪৭ ফলাফলে ৫১ জন পজিটিভ রোগী পাওয়া গেছে।
এই নিয়ে বগুড়ায় মোট আক্রান্ত ২৬০২ জন। মোট সুস্থ ৩১৭ জন, এরমধ্য ৩৪ জন নতুন সুস্থ হয়েছেন।
এযাবৎ জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৪৩ জন এবং এখনো চিকিৎসাধীন আছেন ২২৪২ জন।
আজ শুক্রবার সকাল ১১টায় বগুড়া ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তাঁর ফেসবুকের দাপ্তরিক ঘোষণায় এ তথ্যগুলো জানান।

Leave A Reply

Your email address will not be published.