Ultimate magazine theme for WordPress.

বগুড়ায় সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত।

242

জাগো ফাউন্ডেশনের ইয়ূথ উইং ভলেন্টিয়ার ফর বাংলাদেশ বগুড়া জেলা শাখার আয়োজনে মঙ্গলবার সকালে শহরের জিলা স্কুলে স্বপ্নপূরণ পাঠশালায় প্রায় শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

ইনডিপেনডেন্ট টেলিভিশনের উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান হাসিবুর রহমান বিলুর ব্যবস্থাপনায় এবং ভিবিডির বিভাগীয় কার্যালয়ের সহ-সভাপতি মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার)। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাচিপ বগুড়ার সভাপতি ডা: সামির হোসেন মিশু, বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এস.এম বদিউজ্জামান, ট্রাফিক ইন্সপেক্টর রেজাউল করিম রেজা ও জার্নালবিডি২৪.কম প্রকাশক পরিমল প্রসাদ রাজ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক রিপন দাস, শিশু ও যুব সংগঠক সঞ্জু রায়, ডেন্টিস্ট মোশাররফ হোসেন, ভিবিডি জেলা শাখার সভাপতি হারেজ আল বাকী, আতিকুর রহমান, সম্পাদক তাসনিম স্মরনী, কোষাধ্য সাগির আহম্মেদ জয়, রাকিবুল ইসলাম ফারাবী, আবু হাসান প্রমুখ। তীব্র এই শীতে সুবিধাবঞ্চিত শিশুদের যেন কোন কষ্ট না হয় এবং তাদের লেখাপড়ায় সহায়ক হিসেবে অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার শিশুদের মাঝে শীতবস্ত্র এবং শিা উপকরণ বিতরণ করেন। সেই সাথে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে মানবিকভাবে সর্বদা পাশে থাকার প্রতিশ্র“তি দেন জেলা পুলিশের এই কর্ণধার।

Leave A Reply

Your email address will not be published.