Ultimate magazine theme for WordPress.

বগুড়ায় হাফ ডজন মামলার আসামী কুখ্যাত রতন গ্রেফতার

521

এস আই শফিকঃ বগুড়া জেলার চুরি ছিনতাই রোধে জেলা পুলিশের বিশেষ অভিযানে বগুড়ার হাফ ডজন মামলার আসামী কুখ্যাত রতনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বেলা সাড়ে ১২টার দিকে বগুড়া শহরের দত্তবাড়ি শতাব্দী ফিলিং স্টেশনের সামনে সিএনজি’র ভিতর উৎ পেতে থাকাবস্থায় বগুড়া সদর ফাঁিড়র পুলিশ তাকে গ্রেফতার করে। এ সময় আরো ৪জন পালিয়ে যায়। গ্রেফতার কৃত আসামী বগুড়া শহরের উত্তর চেলোপাড়ার মোঃ বাদলের পুত্র । তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় ২টি মাদক এবং ছিনতাই সহ ৬টি মামলা রয়েছে। অভিযানের সময় পালিয়ে যাওয়া আসামীরা হলো উত্তর চেলোপাড়ার আনোয়ারের পুত্র বুদা(২৫), সগমের পুত্র ভেদা, বাবলুর পুত্র মামুন এবং লাল্টুর পুত্র নয়ন। অভিযানে নেতৃত্ব দেন বগুড়া সদর পুলিশ ফাড়িঁর এস আই হাফিজুর রহমান। তার সঙ্গে ছিলেন এ এস আই আলমাশ, এ এস আই নজরুল ইসলাম, কনস্টেবল মশিউর রহমান এবং হারুনুর রশিদ। এস আই হাফিজুর রহমান জানান, রতন সহ তার পালিয়ে যাওয়া সঙ্গীরা একটি সংঘবদ্ধ চক্র। এরা শহরের বিভিন্ন স্থানে উৎ পেতে থেকে সাধারন মানুষের কাছে ছিনতাই ও পকেটকাটা সহ নানা অপকর্মে জড়িত। অচিরেই পালিয়ে যাওয়া আসামীদের গ্রেফতার করা হবে। গ্রেফতার কৃত আসামী রতনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

Leave A Reply

Your email address will not be published.