বগুড়ায় ২শ গ্রাম গাঁজা সহ লুলা রশীদ গ্রেফতার।
আব্দুর রশিদ ওরফে লুলা রশিদ । বয়স ৫৩ ছুঁইছুঁই। প্রায় বছর দশেক আগে পারিবারিক বিষয়ে আপনজনদের সাথে মারামারি করার ফলে তার বাম হাতটি জখম প্রাপ্ত হয়। এতে সে পঙ্গুত্ব বরণ করে। যখন রশিদের মত অনেক পঙ্গু ব্যক্তি যারা ভিক্ষাবৃত্তি করে কিংবা হালকা পরিশ্রমের কাজ করে জীবনযাপন করছে ঠিক তখনই শারিরিক দুর্বলতাকে পুঁজি করে রশিদ মাদক ব্যবসার পথে বাড়িয়েছে পা। লোভকে সংবরণ করতে পারেনি সে। তার ১ হাত অকেজো থাকায় মানুষজন এর কাছ থেকে পেয়েছে সহানুভূতি। তবুও সে মাদক ব্যবসা চালিয়ে আসছিলো তার নিয়মেই। অতীতেও সে বগুড়া সদর থানা ও জেলা ডিবির হাতে গ্রেফতার হয়েছিলো। তবুও সে মাদকের পথ থেকে সরে আসেনি। কিন্ত প্রবাদ আছে পাপ কোনদিন চাপা থাকেনা। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬ টা নাগাদ মাটিডালি লোহারব্রীজের পাশ থেকে গাঁজা বিক্রির সময় তাকে হাতেনাতে ধরে ফেলে ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির একটি দল। এসময় পুলিশ রশিদের শরীর তল্লাশি করে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলাও দায়ের করা হয়েছে। উক্ত অভিযানটির নেতৃত্ব দেন ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) শফিকুল ইসলাম। মাদক ব্যাবসায়ী রশিদ শাখারিয়া দক্ষিনপাড়া এলাকার মৃত উজির আলির পুত্র।