বগুড়ায় ৪ আর্মড পুলিশব্যাটালিয়ন এর অভিযানে ফেন্সিডিলসহ এক জন গ্রেফতার
স্টাফ রিপোর্ট ঃ বগুড়া ৪ আর্মড পুলিশব্যাটালিয়ন, নিশিন্দারা জনাব মোঃ জয়নুল আবেদীন, অধিনায়ক (পুলিশসুপার), মহোদয়ের নির্দেশে দর্শক (নিঃ) মোঃ আশিকুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় এসআই (নিঃ) মোঃ সোলায়মান হোসেন, এএস আই (নিঃ) মোঃ মাজেদ আলী, মোঃ ছলেমান হোসেন, মোঃ মুরাদ হোসেন, নায়েক মোঃ সাইদুর রহমান, মোঃ কামরুল হাসান, নারী নায়েক মোছাঃ জাসিয়া আক্তার, কনস্টেবল মোঃ রুহুল আমিন, মোঃ আহসান হাবিব এবং নারী কনস্টেবল মোছাঃ শাহানাজ পারভিন এর সহায়তায় দিনাজপুর জেলার হাকিমপুর থানাধীন দক্ষিন বাসুদেবপুর গ্রামস্থ চুরিপট্টি এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে ০৬ বোতল ফেন্সিডিলসহ দিনাজপুর জেলার হাকিমপুর থানাধীন মধ্য বাসুদেবপুর গ্রামস্থ মোঃ মোতালেব মন্ডল এর পুত্র মোঃ নূরনবী মন্ডল (২৪) কে গ্রেফতার করা হয়। এ সংক্রান্তে দিনাজপুর জেলার হাকিমপুর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।