বগুড়ায় ৬০ বোতল ফেন্সিডিল সহ ২ জন মাদক ব্যাবসায়ী গ্রেফতার
শাফায়াত সজল,বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির জালে ২ জন মাদক ব্যাবসায়ী আটক। তাদের কাছ থেকে পুলিশ ৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। গ্রেফতারকৃতরা হলো, বগুড়া জেলার দুপচাচিয়া উপজেলার তালোড়া বেলঘড়িয়া এলাকার মৃত মমিনুল ইসলাম শহিদ এর স্ত্রী ফারাহ সোনিয়া সাথী (৩৩) এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার ঢুলিপাড়ার আয়নাল হক এর পুত্র লালচান ওরফে রনি (২৩)। বুধবার দিবাগত রাতে ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শফিকুল ইসলাম এর নেতৃত্বে একদল পুলিশ মালগ্রাম দক্ষিনপাড়া এলাকার একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে ৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করেছে পুলিশ।