বগুড়া অঞ্চলে নির্বিঘ্ন বোরো ধান চাষে করণীয় শীর্ষক কর্মশালা
এম এস মাহবুব ষ্টাফ রির্পোটার মহাস্থান ডটকম বগুড়া অঞ্চলে নির্বিঘ্ন বোরো ধান চাষে করণীয় শীর্ষক কর্মশালা ২০১৯ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতি ডঃ তমাল লতা আদিত্য (পরিচালক ও গবেষণা) এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,
প্রধান অতিথি ডঃ শাহজাহান কবীর,মহাপরিচালক, ব্রি।
বিশেষ অতিথি ছিলেন কৃষিবিদ আব্দুর রাজ্জাক পরিচালক ক্রপস উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ী,ঢাকা। এসময় আরো বক্তব্য রাখেন কৃষি বিভাগে উচ্চ প্রজায়ের কর্মকতা গণ।
বগুড়া অঞ্চলে কৃষক প্রতিনিধি মোঃ আজমল হোসেন,
তিনি বলেন কৃষকের উৎপাদিত নিরাপদ শাক সবজি ফলমূল শস্যদানার ন্যায্য মূল্য প্রাপ্তির উপর গুরুত্বআরোব করেন, কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য দাবি করেন ও সব ধরনের ফসলের উন্নতমানের বীজ সহজলভ্যের কৃষকের দোরগোড়ায় পৌচ্ছে দেওয়ার জন্য অনুরোধ করেন। কৃষককে উন্নত প্রশিক্ষণের জন্য আহ্বান করেন!