বগুড়া জেলা কৃষকদলের শীতবস্ত্র বিতরন।
এস আই শফিক বগুড়া (সদর) প্রতিনিধিঃ শহীদ জিয়াউর রহমানের ৮৪তম জন্ম বাষির্কী উপলক্ষে বগুড়া জেলা কৃষকদলের উদ্যোগে গতকাল শনিবার সকাল ১১টায় বগুড়া সদরের জয়পুরপাড়া মদিনাতুল কওমী হাফেজিয়া মাদ্রাসা মাঠে দোয় মাহফিল শেষে এতিম ও দুস্থ্যদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়। বগুড়া জেলা কৃষকদলের আহবায়ক আলহাজ¦ আকরাম হোসেন মন্ডল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল বারী তালুকদার বেলাল। তিনি সকলের কাছে জিয়া পরিবারের জন্য দোয়া কমনা করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ¦ রেজাউল করিম বাদশা, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা। অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন বগুড়া জেলা কৃষকদলের সদস্য সচিব সাইফুল ইসলাম বাবলু, সদস্য আনোয়ারুল ইসলাম মিন্টু, বদিউজ্জামান, ফিরোজ সারোয়ার, একেএম রফিকুল ইসলাম, শাহিনুর ইসলাম, মাসুদার রহমান, রন্জু প্রাং, রাজু, মুশফিকুর রহমান মিলন প্রমুখ।