বগুড়া জেলা মহিলা শ্রমিক লীগ বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করেন।
বগুড়া জেলা মহিলা শ্রমিক লীগের সভানেত্রী শামীমা আকতার জলির উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফেরাত কামনায় করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে জেলা মহিলা শ্রমিক লীগের নেত্রীবৃন্দ সহ বগুড়া জেলার দু:স্থ মহিলা অংশ নেয়। মোনাজাত পূর্ববর্তী সভানেত্রী বলেন স্বাধীনতার মহান স্থপতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সেনাবাহিনীর কিছুসংখ্যক বিপথগামী সদস্য ধানমন্ডি ৩২ নম্বরের বাসভবনে ১৫ আগষ্ট সপরিবারে হত্যা করে। একই সময়ে প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিনী বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেল সহ পুত্রবধু সুলতানা কামাল ও রোজি জামাল। এছাড়াও ঐ রাতে হত্যার শিকার হয়েছে বঙ্গবন্ধুর অনুজ শেখ নাসের, ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত, তার ছেলে আরিফ, মেয়ে বেবি ও সুকান্ত, বঙ্গবন্ধুর ভাগ্নে যুবনেতা ও সাংবাদিক মুক্তিযুদ্ধের সংগঠক শেখ ফজলুল হক মণি, তার অন্তঃস্বত্ত্বা স্ত্রী আরজু মনি এবং আবদুল নাঈম খান রিন্টু ও কর্নেল জামিলসহ পরিবারের ১৬ জন সদস্য ও ঘনিষ্ঠজন। এ সময় বঙ্গবন্ধুর দু’কন্যা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় প্রাণে রক্ষা পান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের ১৬ জন সদস্য ও ঘনিষ্ঠজনদের রুহের মাগফেরাত কামনার জন্য আজকের দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। সেই সাথে ডিজিটাল বাংলাদেশ গড়ার রূপকার বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তাঁর পরিবারের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।