বগুড়া নন্দীগ্রাম উপজেলা যুবদলের আহবায়ক আলেকজান্ডারকে কারাগারে প্রেরণ
উচ্চ আদালতের জামিন বাতিল করে বগুড়া নন্দীগ্রাম উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আলেকজান্ডারকে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাকে কারাগারে পাঠিয়ে দেয়।বগুড়া নন্দীগ্রাম উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল মজিদ জানান, বিস্ফোরক মামলায় নন্দীগ্রাম উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আলেকজান্ডার উচ্চ আদালতের জামিনে ছিলেন। এমাসের ১৬ তারিখ পর্যন্ত তার জামিনের মেয়াদ ছিল। গতকাল বৃহস্পতিবার আলেকজান্ডার স্থায়ী জামিনের জন্য বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে আবেদন করে। আদালতের বিচারক তার আবেদন খারিজ করে দিয়ে কারাগারে পাঠিয়ে দেয়।