বগুড়া ফিরোজ স্মৃতি সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় ফিরোজ স্পোর্টিং ক্লাব ট্রাইব্রেকারে ৮-৭ গোলের ব্যবধানে মালগ্রাম বয়েজ ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়। গতকাল শুক্রবার বিকালে শহরের মালগ্রাম চাপড় এলাকায় স্থানীয় একটি মাঠে এ খেলার আয়োজন করা হয়।
৯নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মোস্তাকিম রহমানের সভাপতিত্বে উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা আ’লীগের নব-নির্বাচিত সাধারন সম্পাদক রাগেবুল আহসান রিপু। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের নব নির্বাচিত যুগ্ন সাধারন সম্পাদক সাগর কুমার রায়। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাধারন সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলিল লেখক সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ন মহাসচিব ও রাজশাহী বিভাগীয় কমিটির সাংগাঠনিক সম্পাদক ও বগুড়া সদর উপজেলার সভাপতি মোঃ জাহেদুল হক, পশ্চিম বগুড়া সিএনজি চালিত অটো রিক্্রা মালিক সমিতির সাধারন সম্পাদক এরশাদ শেখ, ফাপোঁড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, জেলা যুবলীগ নেতা সাজেদুর রহমান সিজু, জাতীয় শ্রমিকলীগ যু-কমিটি বগুড়া জেলা শাখার সাংগাঠনিক সম্পাদক ও বগুড়া দলিল লেখক সমিতির ক্রীড়া ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক শেখ রাসেল, সাজেদুল আলম রিপন প্রমুখ সহ বিভিন্ন অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। খেলা শেষে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা মিলে বিজয়ী ও রানার্স আপ দলের হাতে পুরস্কার তুলে দেন।অনুষ্ঠান সঞ্চালনা করেন ফিরোজ স্মৃতি সংঘের সাধারন সম্পাদক নবিউল হাসান নবীন।