বগুড়া মোকামতলা দুই’শ দশ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক।
বগুড়ার শিবগঞ্জের মোকামতলায় দুই’শ দশ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুর ২টার দিকে মোকামতলা পুরাতন পুলিশ ফাঁড়ির সামনে থেকে তাদের অাটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলোঃ ময়মিনসিংহ জেলার ইশ্বরগঞ্জ থানার অালীনগড় গ্রামের কলিম উদ্দিনের ছেলে অাবুল কালাম (৩৮) ও শরিয়তপুর সদর উপজেলার আটং এলাকার মৃত গণি মিয়ার মেয়ে লিপি আক্তার সাথী (৩৫)।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই রেজাউল করিম সঙ্গীয় ফোর্সসহ রংপুর হতে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস তল্লাশী করে ২ ‘শ দশ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ঐ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে এলাকায় মাদকবিরোধী অভিযান চলছে।