বগুড়া র্যাব-১২ অভিযানে ফেন্সিডিল ও এ্যাম্পলসহ মাদক ব্যবসায়ী ২ জন গ্রেফতার
বগুড়া রিপোর্ট ঃ বগুড়ার র্যাব-১২, ক্যাম্পের একটি আভিযানিক দল বৃহস্পতিবার ভোরে বগুড়া জেলার সদর থানাধীন বেলাইল পাড়া ছিলিমপুর মা-বাবা ক্লিনিক এন্ড ডায়াগনোস্টিক সেন্টার এর সামনে অভিযান পরিচালনা করে ১০৩৮ বোতল ভারতীয় ফেন্সিডিল, ২০০০ পিস এ্যাম্পল, ০৪টি মোবাইল, ০৮টি সীম, নগদ ৩,৬০০/- টাকা এবং ঢাকা মেট্রো-ন-১৮-৫৯০৯ রেজিস্টেশনের ০১টি পিকআপসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ সালাম (২৮), পিতা-মৃত বাহার উদ্দিন সাং-খনজনপুর, ২। মোঃ মমিন (২৯), পিতা-মৃত আবু তাহের, সাং-চকশেম, উভয় থানা ও জেলা জয়পুরহাটদ্বয়কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ফেন্সিডিল ও এ্যাম্পল এর বড় বড় চালান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল মর্মে জানা যায়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার সদর থানায় মামলা দায়ের করার বিষয়টি প্রক্রিয়াধীন।