বগুড়া শিবগঞ্জ মনোনয়ন পত্র জমা দেন মান্না।
বগুড়া-২ শিবগঞ্জ হেবি ওয়েট প্রার্থী নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না মহাস্থান হযরত শাহ সুলতান মাহীসওয়ার এর মাযার জিয়ারত শেষে বিকাল সাড়ে তিনটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসারআলমগীর কবীর এর নিকটম নোনয়ন পত্র জমা দেন।