বগুড়া সতন্ত্র প্রার্থী মিনহাজ মন্ডলের আপেল মার্কার গনসংযোগ অব্যাহত
বগুড়া সদর আসনের উপ-নির্বাচনে সতন্ত্র প্রার্থী শাখারিয়া ইউনিয়নের কৃতি সন্তান,বিশিষ্ট সমাজ সেবক এবং সাদা মনের মানুষ মোঃ মিনহাজ মন্ডল আপেল মার্কায় ভোট চেয়ে গনসংযোগ অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার সকালে তিনি তার সমর্থকদের নিয়ে প্রথমে শাখারিয়া বন্দর, কাঠালবাড়ি, মহিষবাথান, বাঘোপাড়া বাজার, খোলা ঘর, রামশহর, বেহুলা বাসর ঘর, গোকুল বন্দর, তেলিহারা, বোর্ডের বাজার, শেখেরকোলা, যশোপাড়া, লাহিড়ীপাড়া হয়ে পীরগাছা বার্জা এলাকায় আপেল মার্কায় ভোট চেয়ে ব্যাপক গনসংযোগ করেন। গনসংযোগকালে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুস সাত্তার, মোঃ রাজা মিয়া, মোঃ বজলার রহমান, মোঃ তোতা মিয়া, হযরত আলী মন্ডল, আতাউর রহমান, মোঃ শিবলু , রাফিউল ইসলাম রুবেল, মোঃ আকতার, জিলহজ, সাগর, সরাফত হোসেন, ফজলুর রহমান, জয়নাল, ফারুক, রাজন, রাজু, আব্দুর রহমান, ইউনুছ আলী,কাদের, জনি, রনি, জাফর এবং মঞ্জু প্রমুখ।