বগুড়া সদরের ফাঁপোড় উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে ডা: মকবুল হোসেন
রায়হানুল ইসলাম বগুড়া জেলা প্রতিনিধি৫০ হাজার মেগাওয়াট বিদ্যুত উতপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করে সরকার অগ্রসর হচ্ছে বলে জানিয়েছেন জেলা পরিষদ বগুড়ার চেয়ারম্যান ডা: মো: মকবুল হোসেন। সোমবার দুপুর ১২টায় বগুড়া সদরের ফাঁপোড় উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার খাদ্য, বিদ্যুতসহ মৌলিক সকল ক্ষেত্রে সমানতালে উন্নয়ন করে যাচ্ছে। এসময় তিনি বিএনপি জামায়াতের সমালোচনা করে বলেন, বিএনপির আমলে মাত্র ১৫ হাজার মেগাওয়াট বিদ্যুত উতপাদন করেছিল সরকার আর আওয়ামী লীগ সরকার পরবর্তীতে ক্ষমতায় এসে ২০ হাজার ৬ শ ৩৩ মেগাওয়াট বিদ্যুৎ উতপাদন করেছে। তারই ধারাবাহিকতায় ৫০ হাজার মেগাওয়াট বিদ্যুত উতপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করে সরকার অগ্রসর হচ্ছে এই সরকার। দেশের উন্নয়ন করেছে বলেই জনগণ তাদের আবাও ক্ষমতায় এনেছে বলে মন্তব্য করেন তিনি। ফাঁপোড় উচচ বিদ্যালয়ের সভাপতি মমিনুর ইসলাম রকির সভাপতিত্বে বিদায় ও দোয়ার অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল হক ঠান্ডু, ফাঁপোড় ইউনিয়ন আওয়ামী লীগের আহবায় রাজু মন্ডল, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নিতীশ চন্দ্র পাল, ইউনিয়নের প্রবীণ আওয়ামী লীগ নেতা ইব্রাহিম হোসেন, মুক্তিযোদ্ধা ফারুকুজ্জামান, জামাল উদ্দিন, রফিকুল ইসলাম, সিরাজুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে ৬৯জন বিদায়ী শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি। পরে শিক্ষার্থীদের সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।