বগুড়া সদরে গোকুল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত
মঙ্গলবার বিকালে বগুড়া সদরের গোকুল তছলিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে সদ্য গঠিত গোকুল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির উদ্যোগে ৯টি ওর্য়াড পুনঃগঠনের লক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফেরদৌস আলম পিলুর সভাপতিত্বে মতবিনিয়ন সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ও গোকুল ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এ্যাডঃ সোলায়মান আলী।
বিশেষ অতিথি সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ সৈয়দ জহুরুল আলম,কামাল হোসেন, ইউনিয়ন কমিটির যুগ্ম আহ্বায়ক ও ইউপি সদস্য আইয়ুব খান, আসাদুল হক টুকু, বিএনপি নেতা ইব্রাহিম হোসেন। এসময় উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য হামিদুর রহমান ডাবলু,আকমল হোসেন সজল,নজরুল ইসলাম নুরু, মোফাজ্জল হোসেন যাদু, শাহজাহান আলী,শফিকুল ইসলাম শফিক,আলহাজ্ব বজলার রহমান,আলহাজ্ব সামছুল হক মোল্লা, সেকেন্দার আলী,হাফিজার রহমান,মোতাহার হোসেন মন্টু,এবিএম মিলন, সাইফুল ইসলাম,সিরাজুল ইসলাম বাবু, মোছাঃ হাজেরা বেগম,রফিকুল ইসলাম,ফারুক হোসেন,বজলুর রহমান, শফিকুল ইসলাম,ওবায়দুর রহমান,শহিদুল ইসলাম রুবেল,ছাত্রনেতা আহম্মেদ শাকিল সহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
সভায় ইউনিয়নের ৯টি ওয়ার্ড দ্রুত সময়ের মধ্য পনুঃগঠনের সিদ্ধান্ত গৃহিত।