বগুড়া সদর থানায় বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার
বগুড়া সদর থানায় বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার
বগুড়া সদর থানা পুলিশ বিপুল পরিমান আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে। আজ সকালে নতুন বাইপাস সড়কের জয়বাংলা বাজারে ছবিতে দেখতে পাওয়া পিক আপের সাথে একটি অটোরিক্সার সংঘর্ষের পর পিক আপের ড্রাইভার হেল্পার পালিয়ে যায়। এলাকাবাসী গাড়িটিকে ঠেলে মানিকচক হাই স্কুলে নিয়ে এলে গাড়ির ভিতর ফেন্সিডিল থাকার বিষয়টি ধরা পড়ে। গাড়িটির বডিতে পরিবর্তন করে বিশেষ খোপ তৈরি করে এই ফেন্সিডিল রাখা হয়েছিল। খবর পেয়ে সদর থানার পুলিশ সেখানে গিয়ে ফেন্সিডলসহ গাড়ি থানায় নিয়ে আসে। থানায় এনে গণনা করে ২৬০ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। এ ঘটনায় গাড়ির মালিক চালককে আসামি করে সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।