বহুল আলোচিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৭ বগুড়া-২ শিবগঞ্জ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে শিবগঞ্জ উপজেলার বর্ষীয়ান রাজনীতিবিদ সাবেক এমপি অধ্যক্ষ শাহাদাতুজ্জামান বুধবার শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবিরের কাছ থেকে মনোনয়নপত্র উত্তোলন করেছেন।এ সময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাইফুল ইসলাম, আল হাসান শোহাগ, আব্দুল আজিজ, ফেরদৌস প্রমূখ।মনোনয়নপত্র উত্তোলনের সময় প্রতিবেদক নুরনবী রহমান জানতে চাইলে তিনি বলেন, কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত মোতাবেক মনোনয়নপত্র উত্তোলন করলাম, আমি আশা করি সংগঠন সঠিক সমযয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে।
তিনি আরো বলেন, আমার প্রতি জনসাধারণের যে ভালবাসা ও সমর্থন রয়েছে আশা করি আল্লাহর রহমতে আমাদের বিজয় হবেই। কেন্দ্রীয় সিদ্ধান্ত শেষ পর্যন্ত ঠিক থাকবে বলে আমি বিশ্বাস করি।