বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে আগামীতে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে—এমপি জিন্নাহ্
বগুড়া প্রতিনিধিঃ বগুড়া-২ শিবগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ্ বলেছেন, বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়ন লক্ষ্যে আধুনিক মানের শিক্ষা ব্যবস্থা চালু করেছে। তিনি বলেন, আপনাদের ছেলে-মেয়েদের সু-শিক্ষায় শিক্ষিত করার জন্য শিক্ষকদের পাশা-পাশি বাবা-মা’র দায়িত্ব নিতে হবে। তবেই মেধাবী শিক্ষার্থী হিসাবে গড়ে উঠবে। বর্তমান সরকার প্রতিটি বিদ্যালয়ে একাডেমিক ভবন, আধুনিক শিক্ষার জন্য কম্পিউটার, ল্যাপটপ এবং ইন্টারনেটের ব্যবস্থা করেছেন। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে আগামীতে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি বৃহস্পতিবার উপজেলার শিবগঞ্জ ইউনিয়নের গুজিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। বিশিস্ট সাংবাদিক ও বিদ্যালয়ের সভাপতি মোঃ সাজেদুর রহমান সিজুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু, পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, জাপা নেতা শামছুল ইসলাম তালুকদার, ইউপি চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ সাবু, উপজেলা যুব সংহতির আহ্বায়ক হুসাইন শরিফ সঞ্চয়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আবু জাফর মন্ডল প্রমুখ। পরে প্রধান অতিথি কৃতি শিক্ষার্থীদের ক্রেষ্ট প্রদান করেন।