বর্তমান সরকার গ্রামের উন্নয়নের জন্য সকল প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে — এমপি জিন্নাহ্
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া জেলা জাতীয় পার্টির সভাপতি ও শিবগঞ্জ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ বলেছেন, বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী। সরকার গ্রামের উন্নয়নের জন্য সকল প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। সরকার গ্রামকে শহর করার লক্ষ্যে প্রতিটি গ্রামের অবহেলিত রাস্তা, ব্রীজ, কালভার্ট, বিদ্যুৎ, স্বাস্থ্য ও শিক্ষা ক্ষেত্রে ব্যপক পরিবর্তনের পরিকল্পনা হাতে নিয়েছে। তিনি বলেন, প্রতিটি গ্রামের নাগরিকরা যদি শহরের সুযোগ সুবিধা পেয়ে থাকে তাহলে গ্রামই ভবিষ্যতে আধুনিক জীবন যাত্রা ভোগ করবে। গতকাল উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের সোবাহানপুর বাকশন রাস্তা উন্নয়ন কাজের শুভ উদ্বোধন শেষে এক সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন। ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব ইয়াকুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু, পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, ইউপি চেয়ারম্যান এসএম রূপম, উপজেলা প্রকৌশলী সালাহ উদ্দিন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এরফান আলী, উপজেলা যুব সংহতির আহ্বায়ক হুসাইন শরিফ সঞ্চয়, শিবগঞ্জের শহীদ পরিবারের সন্তান পিযুষ কুমার মজুমদার বাবলু, ঠিকাদার মাসুম মিয়া প্রমুখ।