Ultimate magazine theme for WordPress.

বান্দাইখাড়ায় নিয়মিত চলবে গবাদিপ্রাণির হাট

30

 

সোহাগ মাহবুব স্টাফ রিপোর্টার: নওগাঁ জেলার আত্রাই উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের একটি গ্রামের নাম বান্দাইখাড়া। জেলা সদর থেকে প্রায় ৩২ কিলোমিটার এবং উপজেলা থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে অবস্থান গ্রামটির আশপাশের আট থেকে দশটি গ্রামের গবাদিপ্রানী পালনকারীদের গবাদিপ্রানী ক্রয়-বিক্রয়ের জন্য কোন হাট না থাকায় অনেক সমস্যায় পড়তে হয়। এ সকল সমস্যা সমাধানের লক্ষে দাবী মৌলিক উন্নয়ন সংস্থা কর্তৃক বাস্তবায়িত ‘‘নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন’’ শীর্ষক ভ্যালু চেইন উন্নয়ন উপ-প্রকল্পের আওতায় গত ২৪ মে, ২০২২ খ্রিঃ রোজ: মঙ্গলবার সংস্থার আত্রাই বান্দাইখাড়া শাখায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংস্থার কর্মকর্তাদের মধ্যে প্রাণীর হাট উন্নয়নে করণীয় ও ভবিষ্যৎ সম্ভাবনা বিষয়ে একটি ইস্যু ভিত্তিক সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় প্রতিয়মান হয় যে, স্থানীয় এ হাটটি নিয়মিতভাবে চালু হলে এলাকার জনগনের অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে গবাদিপ্রাণি পালন ও ব্যবসার সম্প্রসারণ ঘটাবে। স্থানীয় ভাবে বসবাসকারী আশেপাশের কয়েকটি গ্রামের মানুষ সহজেই তাদের গবাদিপ্রাণী এ হাটে কেনা বেচা করতে পারবেন। আসন্ন ঈদুল আযাহা উপলক্ষে সপ্তাহে দুইদিন অর্থাৎ সোমবার ও শুক্রবার এবং ঈদ পরবর্তীতে সপ্তাহে নিয়মিত একদিন সোমবার হাট বসবে বলে সভায় উপস্থিত ব্যক্তিবর্গের মধ্যে আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়।

উক্ত ইস্যু ভিত্তিক সভায় উপস্থিত ছিলেন দাবী মৌলিক উন্নয়ন সংস্থার পরিচালক মোঃ মনিরুজ্জামান চৌধুরী, আরএমটিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মোঃ রহমত আলী, বান্দাইখাড়া শাখার শাখা ব্যবস্থাপক মোঃ সিরাজুল ইসলাম। অপর দিকে স্থানীয় জনগণের পক্ষে উপস্থিত ছিলেন বর্তমান হাট কমিটির সদস্য মোঃ পিন্টু, মোঃ সুলতান ও জনি। সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় ব্যাপারী, কসাই, গন্যমান্য ব্যক্তিবর্গ, আরএমটিপি প্রকল্প ও দাবী মৌলিক উন্নয়ন সংস্থার আরও অনেক কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Leave A Reply

Your email address will not be published.