মাসুদ পারভেজ বিশেষ প্রতিনিধিঃকালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নে মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরিক্ষার ফলাফল ও পুরস্কার বিতারণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে মানেজিং কমিটির সভাপতি আলহাজ্জ্ব এখলাসুর রহমানের সভাপতিত্বে ও সহকরী শিক্ষক সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও মৌতলা ইউপি চেয়ারম্যান সাঈদ মেহেদী। এসময় আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ে ম্যনেজিং কমিটির অবিভাবক সদস্য আসাদুজ্জামান আকুল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সেলিম হোসেন, কালিগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন সম্পাদক সাজেদুল হক সাজু, উপজেলা আওয়ামী তথ্য প্রযুক্তিলীগের সভাপতি ও দৃষ্টিপাত সাংবাদিক মাসুদ পারভেজ ক্যাপ্টেন, সাধারন সম্পাদক হুমায়ন কবীর হান্টু সহ ছাত্র-ছাত্রী অবিভাবক, সুধী ও সাংবাদিক বৃন্দ। অনুষ্ঠান শেষে কৃতকার্য প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী ছাত্র-ছাত্রীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।