Ultimate magazine theme for WordPress.

বিভাগের দাবিতে নোয়াখালীতে লাখো মানুষের মানববন্ধন

1,192

নোয়াখালী প্রতিনিধি: বিভাগ বাস্তবায়নের দাবিতে প্রায় দুই ঘণ্টা স্থবির হয়ে পড়ে পুরো নোয়াখালী। এ সময় জেলার সাথে দেশের বিভিন্ন জেলার যানচলাচল বন্ধ হয়ে যায়।

রোববার ‘নোয়াখালী বিভাগ চাই, এ প্রশ্নে আপোষ নাই’ স্লোগানে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন কমিটির আহ্বানে জেলা জুড়ে লাখো মানুষের মানববন্ধন জনসোতে রূপ নেয়। সকাল ১০টা বাজার সাথে সাথে আ. লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, ব্যবসায়ী সমিতি, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জেলা শহরে ভীড় করেন। ঠিক বেলা ১১টা বাজার সাথেই নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে নোয়াখালী গেইট পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার জুড়ে সড়কের দুই পার্শ্বে হাত হাত রেখে দাঁড়িয়ে যান মানুষ। একই সাথে বিভিন্ন উপজেলা শহরে এ কর্মসূচি পালিত হয়।

খোঁজ নিয়ে জানা যায়, বিভাগ বাস্তবায়ন কমিটির উদ্যোগে আ.লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, কমিনিস্ট পার্টিসহ সকল রাজনৈতিক দল, মুক্তিযোদ্ধা সংসদ, নোয়াখালী প্রেসক্লাব, এলজিইডি ঠিকাদার কল্যাণ সমিতি, সড়ক ঠিকাদার কল্যাণ সমিতি, উপজেলা পরিষদ কর্মকর্তা-কর্মচারী সমিতি, নাগরিক কমিটি, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সংসদ সদস্যসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, চেম্বার অফ কমার্স, বিভিন্ন বণিক সমিতি, শ্রমিক-কর্মচারী কল্যাণ সমিতি, পরিবহণ শ্রমিক সংগঠন, স্কুল-মাদ্রাসা, কলেজ-বিশ্ববিদ্যালয়সহ ছোট-বড় হাজার সংগঠনের কয়েক লাখ মানুষ জেলা শহরসহ উপজেলা শহর, সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারি সমিতি স্ব স্ব প্রতিষ্ঠানের সামনে একই সময় মানববন্ধন কর্মসূচি পালন করে।

Leave A Reply

Your email address will not be published.