বুড়িগঞ্জের সার্বজনীন শ্মশ্বাণ ঘাটে যাতায়াতের রাস্তার বেহাল দশা।
আব্দুর রহমান নামুজা থেকেঃ – বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ সার্বজনীন শ্মশ্বাণ ঘাটে যাতায়াতের রাস্তার বেহাল দশা। পরিপূর্ণ রাস্তা ও সংস্কার করে চলাচলের উপযোগী করতে বিভিন্ন মহলে দৃষ্টি কামনা করেন সনাতন ধর্মম্বলী সম্প্রদায়। জানা যায়, বুড়িগঞ্জ ইউপির উত্তর ছাতড়া গ্রামের পূর্বপার্শ্বে নাগর নদীর সন্নিকটে অবস্থিত তৎকালীন মুগল সম্রাজ্যের আমলে ছাতড়া মৌজার জে.এল.নং-১৩৬ এর উপর ১৪ শতাংশ জায়গায় নিয়ে স্থাপিত হয় বুড়িগঞ্জের সার্বজনীন শ্মাশান ঘাট। নামুজা, বুড়িগঞ্জ, মাঝিহট্ট, পিরব ইউনিয়নের প্রায় ৯-১০টি গ্রামের সনাতন ধর্মম্বলীদের একমাত্র এই শ্মশ্বাণ ঘাটটিতে বিভিন্ন সময়ে যাদের শেষকৃত্য করা হয়েছে তার মধ্যে বীর মুক্তিযোদ্ধা হীরা লাল বাবুসহ অনেক বিশিষ্ট ব্যাক্তিবর্গ রয়েছেন। বুড়িগঞ্জ সার্বজনীন শ্মশ্বাণ কমিটির সভাপতি পরিতোষ সাহা ও নারায়ণ চন্দ্র সুত্রধর জানান, বর্ষা মৌসুমে তাদের শ্মশ্বাণ ঘাটে শেষকৃত্য করার জন্য সরঞ্জামাদি সরবরাহ ও জনসাধারণের যাতায়াত প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। এছাড়াও তাদের শ্মশ্বাণ ঘাট সম্পর্কিত বিভিন্ন আচারাদি পালনেও সমস্যা হচ্ছে। দীর্ঘ দিনের পুরান এই শ্মশ্বাণ ঘাটটিতে নেই কোন ছাউনি বা বসবার জায়গা। বিবিন্ন সময়ে সরকারি অনুদান আসলেও তা এই অবকাঠামোর জন্য পরিপূর্ণ নয়। নতুন করে শ্মশ্বাণসহ এই রাস্তা সংস্কার করা খুবই প্রয়োজন। এ ব্যাপারে ২৬ নভেম্বর স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম আলম এর নিকট জানতে চাওয়া হলে তিনি জানান, শ্মশ্বাণ ঘাটে যাতায়াতের রাস্তার অবস্থা খুবই খারাপ। তিনি আরোও জানান আগামীতে ওই রাস্তার কাজ শুরু হবে যা প্রক্রিয়াধীন আছে। শ্মশ্বাণসহ এই রাস্তা সংস্কার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের শুভ দৃষ্টি কামনা করেন সনাতন ধর্মম্বলী সম্প্রদায়। ২৬.১১.২০১৮ সুত্র নামুজা বার্তা