সরস্বতী পূজা মাত্র দু’দিন বাদেই।সনাতন ধর্মাবলম্বীদের দেবী হলেও সত্য, ন্যায় ও জ্ঞানের প্রতীক সরস্বতীর আরাধনা হবে সব শিক্ষাপীঠেই। রাজধানীর পুরান ঢাকার প্রতিমা শিল্পীরা ব্যস্ত শেষ সময়ের প্রস্তুতিতে।পদ্মলোচনা ও বীণা-পুস্তকধারিণী দিব্য মূর্তি সরস্বতী। পালপাড়ার ঘরে ঘরে প্রতীমায় পড়ছে শেষ আঁচড়। দেবীকে ঘরে তুলতে শুক্রবার সকাল থেকে ব্যস্ত ভক্তরাও। আত্মসমর্পণে সত্য আর সৃষ্টির সুন্দরের যেন প্রকাশ ঘটে সে প্রত্যাশা সবার।
প্রতিমা বরণেরও আছে নির্দিষ্ট রীতি। তার জন্য বাসন্তী ফুলের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। ধান দূর্বা বেলপাতা ছাড়াও গাদা, পলাশের কেনাবেচায় ব্যস্ত শাঁখারিবাজারের অলিগলি।ব্যক্তির সমৃদ্ধি নয়, সার্বজনীনের জ্ঞানের উন্মেষে যেন জাগ্রত হয় মানবিক মূল্যবোধ – বিদ্যার দেবীর আরাধনায় সেই প্রার্থনাই মুখ্য। ১০ ফেব্রুয়ারি আসবেন সরস্বতী। সৃষ্টির মাঝে সুন্দরের বিকাশের প্রত্যাশায় দেবীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করে প্রণতি জানাবেন ভক্তরা।