ব্যারিষ্টার মওদুদের সাথে উই ফর ইউ’র সৌজন্য সাক্ষাত
নিজস্ব প্রতিবেদক :
সাবেক উপ-রাষ্ট্রপতি, বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও নোয়াখালীর কোম্পানীগঞ্জের কৃতি সন্তান ব্যারিষ্টার মওদুদ আহমদ সাহেবের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন স্বেচ্ছাসেবী সংগঠন উই ফর ইউ’র নেতৃবৃন্দ।
শনিবার সকালে ব্যারিষ্ঠার মওদুদের মতিঝিলের কার্যালয়ে স্বেচ্ছাসেবী সংগঠন “উই ফর ইউ” ঢাকা ইউনিট নেত্ববৃন্দ তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন । মওদুদ আহমদ “উই ফর ইউ”র স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড বিষয়ে যানতে চান এবং গুরুত্বপূর্ন দিক নির্দেশনা দেন।
এসময় উপস্থিত ছিলেন “উই ফর ইউ”র সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, মাসিক উই ফর ইউ’র নির্বাহী সম্পাদক সায়েম মোঃ ইব্রাহীম, ঢাকা ইউনিটের সংগঠক জাকির হোসেন, রিয়াদ হোসেন, সদস্য নুর আফসার প্রমূখ।
কেএইচপি