শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে সোমবার ৩ চেয়ারম্যান প্রার্থী সহ মোট ১৩ জন প্রার্থীর মনোয়ন পত্র দাখিল করেন। উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে দলীয় নেতা কর্মীদের নিয়ে মনোনয়ন পত্র জমাদেন আওয়ামীলীগের মনোনিত চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজিজুল হক, স্বতন্ত্র প্রার্থী রায়নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফিরোজ আহমেম্দ রিজু ও অপর প্রার্থী বিএনপি নেত্রী বিউটী বেগম বগুড়া নির্বাচন অফিস কার্যালয়ে মনোনয়ন পত্র দাখিল করেন। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজ্জাকুল ইসলাম রাজু, উপজেলা যুবলীগ সভাপতি আঃ ছাত্তার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম ও বর্তমান ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ পিপিএম, মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ৭ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করলেও এরিপোর্ট লেখাপর্যন্ত ৬জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। তারা হলেন শাহানা কুমকুম, ছালেহা আক্তার চামেলী, নুর নাহার বেগম, ববিতা ফেরদাউস, রুলি আকতার আখী, ফাহিমা বেগম, ফাহিমা আক্তার। এদিকে বিকাল সাড়ে ৩টার দিকে ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুস সামাদ পিপিএম তার ছেলে ও পরিবারের সদস্যদের নিয়ে মনোনয়ন পত্র দাখিল করতে এলে নির্বাচন অফিস চত্বরে কে বা কাহারা তার ভাই ও ছেলের হাত থেকে মনোনয়ন পত্র ছিনিয়ে নিয়ে যায়। পরে এ সংক্রান্ত অভিযোগ নির্বাচন কার্যালয়ে জানালে তাৎক্ষনাত থানা পুলিশকে অবগত করা হয়। থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান ঘটনাস্থলে পৌছে বিষয়টি অবহিত হন এবং তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এ ব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার আনিসুর রহমান বলেন, এ ঘটনা দুঃখ জনক, এ বিষয়ে বিকল্প উপায়ে মনোনয়ন পত্র জমা নেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে