Ultimate magazine theme for WordPress.

ভিক্ষা করে ২৩ লাখ টাকা মাসিক আয়

432
এক ভিক্ষুকের মাসিকশুধু ভিক্ষা করেই আয় বাংলাদেশি মুদ্রায় ২৩ লাখ টাকা সম্প্রতি দুবাইয়ের আল কুওজা এলাকা থেকে ওই কোটিপতি ভিক্ষুককে গ্রেফতার করেছে সংযুক্ত আরব আমিরাতের পুলিশজানা যায়, ভ্রমণ ভিসায় সংযুক্ত আরব আমিরাতে যাওয়া ওই এশিয়ান প্রবাসী ভিক্ষুকের মাসিক আয় ২৩ লাখ টাকা!দুবাই পুলিশের ভিক্ষাবৃত্তিবিরোধী অভিযানের সময় গত শনিবার ওই ভিক্ষুককে গ্রেফতারের পর তার আয়ের খোঁজ নিয়ে এমন তথ্য পাওয়া যায়।দেশটির পুলিশের ভারপ্রাপ্ত পরিচালক ব্রিগেডিয়ার আবদুল্লাহ আল হাশিমি খালিজ টাইমসকে বলেন, গ্রেফতার হওয়া ওই ভিক্ষুকসহ বেশিরভাগ ভিক্ষুক ভ্রমণ ভিসায় এসেছেন। তাদের অনেকে এসেছেন ট্যুরিস্ট কোম্পানিগুলোর মাধ্যমে।তিনি গ্রেফতার হওয়া ওই ভিক্ষুক সম্পর্কে বলেন, ‘আমরা তাকে জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি, ভিক্ষা করে তিনি প্রতি মাসে ১ লাখ দিরহামের (বাংলাদেশি টাকায় প্রায় ২৩ লাখ) বেশি আয় করেন।’তিনি আরো বলেন, ‘কোনো ট্যুরিস্ট কোম্পানির মাধ্যমে ওই ভিক্ষুকরা এদেশে এসে থাকলে সংশ্লি¬ষ্ট কোম্পানিকে ২ হাজার দিরহাম জরিমানা করে তাদেরকে কালো তালিকাভুক্ত করা হবে।’পবিত্র রমজান মাস উপলক্ষে দেশটি ভিক্ষাবৃত্তি বিরোধী অভিযান শুরু করেছেন। এছাড়া কেউ ভিক্ষা করলে তাকে জেল ও জরিমানার শাস্তি জারি করেছেন।সেইসঙ্গে দেশটি রমজান মাসে প্রকাশ্যে কেউ খাবার খেলে বা কাউকে খেতে উৎসাহ দিলে জেল ও জরিমানার আইন পাস করেছে।

Leave A Reply

Your email address will not be published.